শিরোনাম
লামা-আলীকদমে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
প্রকাশ : ১৭ মার্চ ২০১৮, ১৫:০৬
লামা-আলীকদমে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যথাযথ মর্যাদায় বান্দরবানের লামা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও ২৩ তম জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু’শতাধিক শিক্ষার্থীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, ওসি মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে দিবসটি উপলক্ষে শুক্রবার লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত রচনা (শিশু থেকে বঙ্গবন্ধু) ও চিত্রাঙ্কন (স্মৃতি সৌধ ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ) প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


এ সময় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানও দিবসটি পালন করে।


একইভাবে পাশের আলীকদম উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com