শিরোনাম
ত্রিশালে ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি কুইজ
প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৯:৪৯
ত্রিশালে ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি কুইজ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে মফস্বলের শিক্ষার্থীদের মাঝেও।


এরই প্রেক্ষিতে শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে পাওয়ার আইটি অর্গানাইজেশনের উদ্যোগে কম্পিউটার ও আইটি অলিম্পিক-২০১৮ এর আইসিটি কুইজের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেয় উপজেলার পাঁচ হাজার শিক্ষার্থী।


শুক্রবার সকাল ১০টায় একযোগে নজরুল ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, আব্বাছিয়া ফাজিল মাদ্রাসা, ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজ, নজরুল একাডেমি ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬টি ভেন্যুতে আইসিটি কুইজের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঁচ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।


এ সময় পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব জানান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।


বিবার্তা/নোমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com