শিরোনাম
চুয়াডাঙ্গায় শ্রমিক সংঘর্ষে ৪ পুলিশ আহত
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ২১:৩৭
চুয়াডাঙ্গায় শ্রমিক সংঘর্ষে ৪ পুলিশ আহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ প্রত্রিয়াজাতকরণ কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা গেছে, বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে জোর করে প্রতিপক্ষ শ্রমিকরা কাজ করার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা অফিসের জানালা-দরজা ভাংচুর করে।


সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ শর্ট গানের সাত রাউন্ড গুলি ছোড়ে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের ৪ পুলিশ সদস্য আহত হন।


বিবার্তা/শামসুজ্জোহা/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com