শিরোনাম
ত্রিশালে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ২২:২৯
ত্রিশালে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।


রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করেন। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন।


এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে কমিয়ে ১০% করা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেয়া, কোটায় কোনো ধরণের বিশেষ পরীক্ষা না নেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় সবাইকে সমান সুযোগ সুবিধা দেয়া ও চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা দেয়ার পাঁচ দফা দাবি জানান।


বিবার্তা/নোমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com