শিরোনাম
লামায় ভার্মি কম্পোষ্ট তৈরির উপকরণ বিতরণ
প্রকাশ : ১৪ মার্চ ২০১৮, ১৮:০৪
লামায় ভার্মি কম্পোষ্ট তৈরির উপকরণ বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে ভার্মি কম্পোষ্ট সার (কেঁচো সার) তৈরির জন্য বান্দরবানের লামা উপজেলায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।


বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় কৃষক-কৃষাণীর মাঝে ৩টি করে রিং, ৫টি করে টিনসহ ফ্লোর পাকা করার জন্য ৬০০ টাকা ও ব্রিফিং বাবদ নিজ নিজ একাউন্টে ৫০০ করে টাকা প্রদান করা হয়।


এ অনুষ্ঠানে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, কৃষি কর্মকর্তা মো. নূরে আলম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার দাশ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন দেব প্রমুখ উপস্থিত ছিলেন।


লামা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরে আলম বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে দিন দিন মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাটির উর্বরতা ঠিক রাখতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ভার্মি কম্পোষ্ট সার তৈরির উদ্যোগ নেয়া হয়। এ সার ব্যবহারে জমির উর্বরতা ঠিক থাকেও বলে জানান তিনি।


বিবার্তা/আরমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com