শিরোনাম
ত্রিশালে যুবলীগের সমাবেশে দুর্বৃত্তদের হামলা
প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১৭:২৬
ত্রিশালে যুবলীগের সমাবেশে দুর্বৃত্তদের হামলা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় গান পাউডার মিশ্রিত বোতলের বিকট শব্দে আতঙ্কিত হয়ে পরে সমাবেশে আসা জনগণ। এ সময় ছুটাছুটি করতে থাকলে মঞ্চে থাকা নেতারা তাদের শান্ত করার চেষ্টা করে।


জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য উপজেলার প্রতি ইউনিয়নে মাসব্যাপী কর্মসূচি আয়োজন করেছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বালিপাড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।


বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, কানিহারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান শান্ত।


সমাবেশের শেষ দিকে মঞ্চের পিছনে বিকট শব্দ হয়। এতে সবাই আতঙ্কিত হয়ে যায়। পরে দেখা যায় কাঁচের বোতলে গান পাউডার মিশ্রিত বোমা সাদৃশ্য বস্তু দিয়ে দুর্বৃত্তরা এমন আতঙ্ক ছড়ায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



ত্রিশাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আমাদের পূর্ব নির্ধারিত স্বাধীনতা দিবসের কর্মসূচি পণ্ড করার জন্য সন্ত্রাসীরা হামলা চালায়। তবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পেরেছি। গান পাউডার মিশ্রিত বোমা উদ্ধার করে এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে।


ত্রিশাল থানা ওসি (তদন্ত) ফায়জুর রহমান জানান, আমরা ঘটনাটি শুনেছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


পরে রাতে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্ত্রাসী হামলা ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


বিবার্তা/নোমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com