শিরোনাম
নীলফামারীতে ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু
প্রকাশ : ০৯ মার্চ ২০১৮, ১১:৩৮
নীলফামারীতে ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে নীলফামারীতে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের ৩৭তম আসর।


শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ।


জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. মজিবুল হাসান চৌধুরী জানান, এ সম্মেলনে দেশের নানা অঞ্চল থেকে পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী অংশ নিচ্ছেন। এতে গান, আবৃত্তি ছাড়াও রয়েছে সেমিনার ও গুণীজন সম্মাননা পর্ব।


এদিকে, সুষ্ঠুভাবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেইসাথে ৬৪ জেলার বরেণ্য রবীন্দ্র প্রেমীদের বরণ করতে ভিন্ন এক সাজে সেজেছে পুরো নীলফামারী শহর।


বিবার্তা/সুমন/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com