শিরোনাম
শেরপুরে আমনের বাম্পার ফলন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:২৬
শেরপুরে আমনের বাম্পার ফলন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতবারের চেয়ে এবার জেলায় ৬ হাজার ৫শ হেক্টর জমিতে আমন আবাদ বেশী হয়েছে। গত বছর জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার হেক্টর জমি। এবার তা বেড়ে ৯০ হাজার ৫শ হেক্টর জমিতে হয়েছে। এবার উফসী জাতের ধান আবাদ হয়েছে ৫০ হাজার হেক্টর, বিনা-৭ জাতের ধান আবাদ হয়েছে ৭ শত হেক্টর, ২২মুঠি জাতের আবাদ হয়েছে ৫ হাজার ৫শ হেক্টর, ৪৯ ও অন্যান্য জাতের ধান আবাদ হয়েছে ৯০ হাজার ৫শ হেক্টর জমি। বীজ আগে বোপন করায় কৃষাণ-কৃষাণী মাঠের অধিকাংশ রোপনকৃত পাকা আগাম ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা মাঠ থেকে ২২ মুঠি, ৪৯, বিনা-৭ কাটতে শুরু করেছেন।


কৃষক আ. খালেক বলেন, এবার আমন ফসল ভালো হয়েছে। তবে একরে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায় ধান কাটতে হচ্ছে।


শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ ও সার ব্যবস্থাপনা ভাল থাকায় এবার ফসল উৎপাদন ভাল হয়েছে। ফলে জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্যান্য জেলার খাদ্য ঘাটতি মেটানো সম্ভব হবে।


বিবার্তা/সানী/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com