শিরোনাম
ইসলামপুরে জঙ্গি ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা
প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৮:৫৮
ইসলামপুরে জঙ্গি ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর দুর্গম যমুনারচর সাপধরীতে জঙ্গি বিরোধ ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার দুপুরে সাপধরী পশ্চিম মণ্ডলপাড়া খোলা মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহজাবিন খালেদ বেবী।


সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ মণ্ডলের সভাপতিত্বে সভায় এমপি’র স্থানীয় প্রতিনিধি নারায়ণ মোদক, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম, আমিরুল ইসলাম, আল আমিন এজেল, মাহবুবুর রহমান উজ্জল ও মোবারক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।


এ সময় প্রধান অতিথি মাহজাবিন খালেদ বেবী বলেন, যমুনার চরে যেন কোনো দেশবিরোধী কার্যকলাপ ও বাল্যবিবাহ না হয় এদিকে আপনাদের সচেতন থাকতে হবে।


এছাড়াও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরবাসীর উন্নয়নে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন, গুচ্ছ গ্রামসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন। যার সুবিধা আপনারা ভোগ করছেন।


আপনাদের সমস্যার কথা আমার কাছে বলুন। আমি আপনাদের জীবন যাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আপনারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার পক্ষে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।


বিবার্তা/ওসমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com