শিরোনাম
ত্রিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১
ত্রিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।


মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুরু করেন।


এ সময় উপজেলা প্রশাসন, ত্রিশাল থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা বিএনপি, ত্রিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।


বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে এক প্রভাতফেরী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নজরুল একাডেমির মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, ওসি জাকিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি প্রমুখ।


এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে।


এদিকে দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে ভাষা শহীদদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সম্মানিত সদস্য এইচ এম জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, কোষাধক্ষ ফয়জুর রহমান ফরহাদ, নাজমুস সাকিব প্রমুখ।


বিবার্তা/নোমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com