শিরোনাম
জয়পুরহাটে সাংবাদিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১
জয়পুরহাটে সাংবাদিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে জেলা পরিষদের জমি ইজারা দেয়ার তদবির বাবদ অর্থ আত্মসাৎ ও তা ফেরত চাওয়ায় উল্টো মারধর করার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিক বাড়িতে ডেকে নিয়ে জোর করে সাদা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।


মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আক্কেলপুর উপজেলার আমানপুর গ্রামের জুয়েল ইসলাম। এসময় তার স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে জুয়েল বলেন, তার উপজেলার মোহনপুর বাজারে অবস্থিত জেলা পরিষদের জায়গা ছোট ভাইয়ের নামে স্থায়ী ইজারা দেয়ার কথা বলে রফিকুল ইসলাম রফিক ওরফে ভুট্টু দুই লাখ টাকা নেয়। পরে জেলা পরিষদের ওই জায়গাটি বুঝে না পেয়ে টাকা ফেরত চান জুয়েল।


ফেরত না দিয়ে রফিক তার শহরের বাসায় ডেকে নিয়ে ৩/৪ জন লোক দিয়ে জুয়েলকে মারধর করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন জুয়েল। পরে ওই সাদা ষ্ট্যাম্পে ২০ লাখ টাকা উল্লেখ করে টাকাগুলো উল্টো দাবি করে হুমকি-ধামকি দিতে থাকেন।


তবে এসব ব্যাপারে গণমাধ্যমের কর্মীরা জিজ্ঞাসা করলে রফিক সব অভিযোগ অস্বীকার করেন। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করেন!


উল্লেখ্য, অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক ওরফে ভুট্টু বেসরকারি একটি টিভি চ্যানেলের জয়পুরহাট প্রতিনিধি।


বিবার্তা/শামীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com