শিরোনাম
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রফতানি বন্ধ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রফতানি বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে শনিবার ও রবিবার ২দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।


শুল্ক স্টেশনের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার ভারতের ত্রিপুরা রাজ্য বিধান সভার নির্বাচন। মূলত নির্বাচনের কারনেই ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মনু স্থল চাতলাপুর স্থল শুল্ক ষ্টেশন বন্ধ থাকবে ফলে ভারতীয় ব্যবসায়ীরা এ দুই দিন কোনো প্রকার পণ্য রপ্তানি করবে না এমনকি আমদানিকৃত পণ্য গ্রহণও করবে না।


এ নিরাপত্তার অংশ হিসাবে শনিবার ও রবিবার চাতলাপুর ও মনু স্থল শুল্ক স্টেশনে আমদানি রফতানি কার্যক্রম না চলে সে জন্য ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী নির্দেশনা দেয়।


চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার জানান, ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন রাজ্য বিধান সভার নির্বাচনের নিরাপত্তা জনিত কারণে নির্বাচনের আগের দিন শনিবার ও নির্বাচনের দিন রবিবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখতে হবে। তাই এ দুদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।


তবে সোমবার সকাল থেকে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।


বিবার্তা/আরিফ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com