শিরোনাম
নবীগঞ্জে ফের পাহাড় কাটার মচ্ছব
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৯
নবীগঞ্জে ফের পাহাড় কাটার মচ্ছব
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফের পাহাড় কাটা শুরু হয়েছে। পাহাড়ি পরগণা হিসেবে খ্যাত উপজেলার দিনারপুর অঞ্চলের পাহাড় সংরক্ষণে হাইকোর্টের দেয়া নির্দেশ অমান্য করে অবাধে চলছে এসব।


অসাধু কিছু ব্যবসায়ী প্রশাসনের চোখের সামনেই কেটে বিলীন করে দিচ্ছেন দিনারপুরের পরগণার কয়েক শতাব্দীর পাহাড়ি ঐতিহ্য।


সরেজমিন গিয়ে বৃহস্পতিবার দেখা গেছে, উপজেলার পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামে কয়েকজন বাড়ির নিকটবর্তী টিলা কেটে মাটি বিক্রি করছেন। তারা কয়েকদিন ধরেই এভাবে মাটি বিক্রি করে আসছেন বলে অভিযোগ এলাকাবাসীর।


এমনকি প্রতিবেদনটি তৈরি করতে গেলে অনেকেই ভুলে জিজ্ঞাসা করেছেন, আপনারা কি মাটি কিনতে এসেছেন? অমুকের কাছে প্রচুর মাটি আছে, নিতে পারেন।


এভাবেই নির্বিচারে এখানে পাহাড় কেটে মাটি বিক্রি করছেন স্থানীয় কিছু ব্যক্তি। হাইকোর্টের নিষেধাজ্ঞা না মেনে পরিবশেরে তোয়াক্কা না করে মাটি করছেন তারা।


এব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, পাহাড় কাটার খবর পেলেই যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করি। প্রশাসন সব সময় এব্যাপারে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি তার।


ভূমিদস্যুদের ছাড় দেয়া হবে না উল্লেখ করে জেলা প্রশাসক মনীষ চাকমা জানান, দিনারপুরে পাহাড় কাটা বিষয়ে এর আগে একাধিক বার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। থানায় জিডিও করা হয়েছে।


ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সব ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এদিকে, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ইতোমধ্যে পানিউমদা পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেছে।


বিবার্তা/ছনি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com