শিরোনাম
বিবার্তায় খবরের পর মনু নদী থেকে মেশিনসহ মালামাল জব্দ
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৩
বিবার্তায় খবরের পর মনু নদী থেকে মেশিনসহ মালামাল জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের মনু নদীতে অবৈধ বলগেট মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে বালুর মেশিনসহ অন্যান্য মালামাল আটক করেছে স্থানীয় প্রশাসন।


১০ ফেব্রুয়ারি “বালু উত্তোলনের হিড়িক : হুমকির মুখে সিলেট মহাসড়ক” শিরোনামে বিবার্তা২৪ডটনেটে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।


এরই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধ মেশিন দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে ৬ টি বলগেট মেশিন জব্দ ও বিপুল পরিমানে পাইপ ও স্থাপনা বিনষ্ট ও ভেঙে ফেলা হয়েছে।



স্থানীয়রা জানান, মনু নদী থেকে বালু উত্তোলনের কারণে মারাত্মক হুমকির মধ্যে পড়েছে জেলা শহর ও আশপাশের গ্রামগুলো। বর্ষায় নদীর পাড় ভেঙ্গে ঘটে যেতে পারে বড় ধরণের বিপর্যয়।


মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিবার্তাকে জানান, এ অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/আরিফ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com