শিরোনাম
ত্রিশালে উত্তরপত্র সরবরাহের দায়ে একজনের জেল
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৩:৪৯
ত্রিশালে উত্তরপত্র সরবরাহের দায়ে একজনের জেল
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশালে জেএসসির বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র সরবরাহের দায়ে এক ফটোস্ট্যাট দোকানের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার তাকে এ সাজা দেন।


তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার বিজ্ঞান পরীক্ষা চলাকালীন স্থানীয় দরিরামপুর নজরুল একাডেমী কেন্দ্রের পাশে মাজহার এন্টারপ্রাইজের মালিক মাজহার বিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে ১০০/২০০টাকায় বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উত্তরপত্র বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


বিবার্তা/নোমান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com