শিরোনাম
মহিপুর-আলীপুরে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:৪০
মহিপুর-আলীপুরে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দক্ষিণাঞ্চলের অন্যতম মাছের বন্দর মহিপুর ও আলীপুরের ইলিশের আড়ৎদাররা সাগরের বেচা-কেনা বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছে।


সোমবার সকাল থেকে আকস্মিক অনির্দিষ্টকালের এ ধর্মঘটে জেলেরা পড়েছেন বিপাকে। এতে বন্দরে শতাধিক ট্রলার ইলিশ বিক্রির জন্য অপেক্ষায় থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মাছ বিক্রি করতে দেখা যায়নি।


কুয়াকাটা-আলীপুর মাছের আড়ৎদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, নিষিদ্ধ ঘোষণা করা জাটকা পরিবহন ও বিক্রি বন্ধের নামে পটুয়াখালীর কয়েকজন কথিত মাছের ব্যবসায়ীরা সড়ক পথে মাছ পরিবহনের সময় গাড়ি থামিয়ে প্রশাসনের নাম ব্যবহার করে মাছ আটকে নিলামে দিচ্ছে। ওই সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধের সমাধান দাবি করেছেন জেলেরা।


উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান সাংবাদিকদের জানান, মহিপুর আলীপুর বন্দরের মাছ ব্যবসায়ীদের ধর্মঘট চলার ব্যাপারে আমাকে কেউ এখনও অবহিত করেনি।


বিবার্তা/উত্তম/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com