শিরোনাম
পুলিশ ভ্যান-ট্রলি মুখোমুখি, আহত ১১
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩১
পুলিশ ভ্যান-ট্রলি মুখোমুখি, আহত ১১
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ কারাগার থেকে আসামি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যান (লেগুনা) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন।


মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কাজীরবাগ চৌরাস্তা সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।


এ সময় গুরুতর আহত হয় পুলিশ ভ্যানের চালক পারভেজ (৩৫), ট্রলিতে থাকা শিশু মো. আলী (৯) ও ট্রলিচালক শাহিন (৩০), পুলিশ সদস্য এএসআই জামাল হোসেন, কনস্টেবল রিপন, জুলহাস ও ফরহাদ।


ট্রলিচালক শাহিনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত হয় আসামি মোশারফ, রাতুল ও শাহআলম। আহত পুলিশ ও আসামিদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, বেলা ১১টার দিকে পুলিশ, আসামিসহ ১১জন চিকিৎসা নিতে আসে। যার মধ্যে গুরুতর আহত ট্রলিচালক শাহিন, পুলিশের পিকআপ ভ্যান চালক পারভেজ ও শিশু মো. আলীকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। ৫ পুলিশ সদস্য ও ৩ আসামিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, মুন্সীগঞ্জ কারাগার থেকে ৩জন আসামি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। পথিমধ্যে সিরাজদিখানে এ দুর্ঘটনাটি ঘটে।


বিবার্তা/নুরুন্নবী/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com