শিরোনাম
ঝিনাইদহে সিএইচসিপি চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৪:১৮
ঝিনাইদহে সিএইচসিপি চতুর্থ দিনের মতো কর্মবিরতিতে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাকরি রাজস্বকরণের দাবিতে ঝিনাইদহে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় চত্বরে অবস্থান কর্মবিরতি শুরু করে তারা। তাদের এই কর্মসূচি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।


সিএইচসিপি অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক রাশেদ হোসেনের সভাপতিত্বে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম শান্ত, মাহবুব মুর্শেদী বিপু, কামরুল জামান, সুকান্ত কুমার, রেজাউল হক রেজা, অমিত কুমার, মনিরুল ইসলাম মনির, খাইরুল ইসলাম, কামরুল ইসলাম রাজু, মাজেদুল হক, তানিয়া আকতার, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


কর্মসূচিতে জেলার ছয়টি উপজেলার ১৭১ টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন, সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার দু’দফায় ১৪ হাজার সিএইচসিপি নিয়োগ দান করে। এর মধ্যে ৪ হাজার মুক্তিযোদ্ধার সন্তান ও ৫২ শতাংশ নারী রয়েছেন। চার বছর চাকরি করেও আমরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছি। ইতোমধ্যে প্রকল্পে মেয়াদ শেষ হয়ে গেছে। এদের মধ্যে বেশিরভাগ সিএইচসিপির সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। ২০১৫ সালের ২৩ অক্টোবর সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।


বক্তারা আরও বলেন, সিএইচসিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমাদের অনেক কর্মী মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা এ ধরনের আন্দোলন কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমাদের দাবি দ্রুত মেনে না নিলে আমরা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।


বিবার্তা/কোরবান/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com