শিরোনাম
অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭
অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে ফসলি জমি উজাড় করে প্রশাসনের সহযোগিতায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন-সমাবেশ করেছেন বিয়াঘাট ইউনিয়নবাসী। এতে অংশ গ্রহণ করেন যোগেন্দ্র নগর, বিলহরিবাড়ি, ফকির পাড়া, সাবগাড়ি, জ্ঞানদানগরসহ অন্তত দশ গ্রামের মানুষ।


শনিবার বেলা সাড়ে ১১টায় সাবগাড়ি গ্রামবাসীর আয়োজনে উপজেলার সাবগাড়ি ‘আদর্শ বাজারে’ ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুদ্দিন মোল্লা।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক। অন্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বেলাল হোসেন, স্বপন আলী, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ইতোপূর্বে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়েছেন। তার পরও কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষে ওই পুকুর কাটতে সহযোগিতা করছেন। অবৈধ পুকুর বাণিজ্যের বিরুদ্ধে প্রয়োজনে উপজেলা এমনকি জেলাতে মানববন্ধন কর্মসূচি পালনের কথা বলেন তারা।
বিয়াঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম জানান, অবৈধ পুকুর খননের ফলে তার ১৮বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ওই জমিতে কোনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না।


দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন, তার ২২বিঘা জমিতে জলাবদ্ধতা হয়েছে। ২ বছর ধরে কোনো ফসল ফলানো যাচ্ছে না। বউ-বাচ্চা নিয়ে খুব কষ্টেই দিন কাটে তার।


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) গণপতি রায় জানান, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/দিলু/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com