শিরোনাম
ডাকাতির ঘটনায় মহেশপুর থানার ওসি প্রত্যাহার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:২৪
ডাকাতির ঘটনায় মহেশপুর থানার ওসি প্রত্যাহার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুরে সোনারতরী পরিবহনের একটি বাসে ডাকাতি ও পরবর্তীতে সোনা উদ্ধারের ঘটনায় জেলার মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে খুলনা রেঞ্জ অফিসে অন্তর্ভূক্ত করা হয়েছে।


জানা গেছে, ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের পুরন্দরপুর নামক স্থানে ওই বাসে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার ডাকাতি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। ঘটনাকে সামনে রেখে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। যার নং ১০। এরপর তদন্তে নামে জেলা পুলিশ। অনুসন্ধান চালিয়ে ঘটনার দিন সোনারতরি বাসে অভিযান চালানো হাইওয়েতে ডিউটিরত পুলিশ সদস্যদের সনাক্ত করা হয়।


পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ঢাকার গাবতলীতে সোনারতরী পরিবহন কাউন্টার থেকে কোটচাঁদপুর পোস্টঅফিস পাড়ার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম পটলা (৪৮) ও একই এলাকার আদর্শ পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে হারুনুর রশিদ ওরফে মিলনকে (২৮) আটক করে পুলিশ।


ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।


বিবার্তা/কোরবান/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com