শিরোনাম
সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১১:৩৭
সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
কক্সবাজার জেলার উখিয়ার থাইংখালী জামতলি রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউসুফ নামে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নেতা শুক্রবার গভার রাতে চিকিৎধীন অবস্থায় মারা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, শুক্রবার রাত ৯টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী ইউসুফের মাথায় গুলি করে। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে ১০/১২ জনের একদল সন্ত্রাসী থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি-ব্লকের মাঝি ইউসুফকে গুলি করে পালিয়ে যায়।

অপরদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।

আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আলমকে আটক করে। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


বিবার্তা/শফিক/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com