শিরোনাম
সাভারে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ১৬:৩৯
সাভারে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কেটে ফেলেছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে খামারটির ভেতরে প্রায় শতবর্ষী একটি কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।


নাম প্রকাশ্যে অনিচ্ছুক ডেইরি ফার্মের কয়েকজন কর্মকর্তা জানান, কোনো প্রকার টেন্ডার ছাড়াই শুক্রবার দুপুরে খামারের সহকারী পরিচালক ডা. সৌরেন্দ্রনাথ সাহার নির্দেশে একটি শতবর্ষী কাঁঠাল গাছ কেটে ফেলে শ্রমিকরা। সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটতে হলে আগে টেন্ডার দিতে হয়; কিন্ত কর্তৃপক্ষ সেটা না করে গাছ কেটে বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, সাভার কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামার দুর্নীতির আখড়া। গরুর দুধ বিক্রির টাকা অনেক কর্মকর্তাই বেআইনিভাবে পকেটে ভরছেন।


এ বিষয়ে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, গাছটি মরে গেছে তাই টেন্ডার ছাড়াই কাটা হয়েছে। এছাড়া আগামী ২৪তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আগমন উপলক্ষে সৌন্দর্যের কথা বিবেচনা করে মরা গাছটি কেটে ফেলা হয়েছে।


বিবার্তা/শরীফুল/নুর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com