শিরোনাম
পিরোজপুরে ৩৬ তম বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪১
পিরোজপুরে ৩৬ তম বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নেছারাবাদে ৩৬ তম বিসিএস উত্তীর্ণ সুপারিশ যোগ্য ক্যাডারদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের নেছাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের আয়োজনে কাউখালী ও নেছাবাদের ৩৬ তম বিসিএস উত্তীর্ণ ৯ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।


৩৬ তম বিসিএস এ কাউখালী উপজেলায় উত্তীর্ণ ৪ জন এবং নেছারাবাদ উপজেলায় উত্তীর্ণ ৫ জন এই সংবর্ধনা পেয়েছেন।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ। কাউখালী থানার ওসি মো. মুনিরুজ্জামান এবং নেছারাবাদ থানার ওসি মো. মনিরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস এ উত্তীর্ণরা ছাড়াও তাদের অভিভাবকরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ নেওয়াজ বিসিএস এ উত্তীর্ণদের সততা ও নিষ্ঠার সাথে দেশের সেবা করার আহবান জানান।


তিনি বলেন, দেশ আমাদের অনেক কিছু দিয়েছে এবার দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন তা সঠিক ভাবে পালন করুন। আমাদের জন্য জনসাধারণ নয়; বরং জনসাধারণের জন্য আমরা। যদি সাধারণ মানুষ আপনাকে স্যার বলে সম্বোধন না করে তাহলে আপনারা তাদের স্যার বলে সম্বোধন করুন। কারণ তারাই প্রকৃত স্যার তাদের ট্যাক্স, করের টাকায় আপনার বেতন আসবে, আমার বেতন হয়। তাই তাদের জন্য বিরুক্তকর মনোভব নয়, সেবার মনোভবে দেখবেন।


বিবার্তা/শুভ/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com