শিরোনাম
ঝিনাইদহে ১৫ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:২৮
ঝিনাইদহে ১৫ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু
ঝিনাইদহ প্রতিনিধি ‌
প্রিন্ট অ-অ+

‘অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা’ এ শ্লোগান সামনে রেখে ঝিনাইদহে ১৫ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ যাত্রাপালার উদ্বোধন করা হয়।


জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিন, অনিকেত যাত্রাশিল্পী সংসদের সভাপতি সরোয়ার জাহান বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।


জেলা শিল্পকলা একাডেমি ও অনিকেত যাত্রাশিল্পী সংসদের আয়োজনে উদ্বোধনী দিনে কুষ্টিয়ার মহা মিলন নাট্যগোষ্টীর আয়োজনে পরিবেশিত হয় নাটক ‘প্রেয়সী আনারকলি’। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে এ উৎসবের।


বাঙালী সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা। সুষ্ঠুধারার যাত্রাপালা আবারো ফিরিয়ে আনার প্রয়াসে এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। ১৫ দিনব্যাপী এ উৎসবে ঝিনাইদহ ও কুষ্টিয়ার ১৫টি যাত্রাদল অংশ নিচ্ছে।


বিবার্তা/কোরবান/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com