শিরোনাম
নির্বাচন বন্ধে বিএনপির ষড়যন্ত্র রয়েছে: হানিফ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১২:১৮
নির্বাচন বন্ধে বিএনপির ষড়যন্ত্র রয়েছে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই। সীমানা নির্ধারণসহ কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধানের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের।


তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটকারীদের একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এরপরেও বিএনপি কিভাবে দাবি করে যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে। বিএনপি করা রিটের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই দায়ে বিএনপিকে অভিযুক্ত করা উচিৎ।


কুষ্টিয়ায় বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘সরকার নির্বাচন বন্ধ করতে চায়: মির্জা ফকরুলের’ এমন মন্তব্যে প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com