শিরোনাম
ঢাবি শিক্ষার্থীদের উদ্যোগে জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৩৮
ঢাবি শিক্ষার্থীদের উদ্যোগে জয়পুরহাটে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ১ হাজার ২০০ জনের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোকাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, ভাদসা ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন স্বাধীন, জেলা জাপা’র সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, দূর্গাদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন, ঢাকা ট্যুর ডি ফোর্সের সভাপতি ওয়ালিদ হাসান, সাধারণ সম্পাদক মারুফ খান, ওই বিভাগের ছাত্র সজিব, মিনহাজ, আক্কাস, ইভা, মুন্না প্রমূখ।


শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রশাসক বলেন, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীরা যে দৃষ্টান্ত দেখিয়েছে তা সকলের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। পরে উপস্থিত সবাই শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।


বিবার্তা/তোফাজ্জল/শান্ত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com