শিরোনাম
আত্মসমর্পণ করা ৩৮ দস্যুকে কারাগারে প্রেরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪০
আত্মসমর্পণ করা ৩৮ দস্যুকে কারাগারে প্রেরণ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাট জেলার আত্মসমর্পণ করা সুন্দরবনের দস্যু ‘বড় ভাই, ভাই ভাই ও সুমন’ বাহিনীর ৩৮ সদস্যকে বাগেরহাট কারাগারে প্রেরণ করেছে আদালত। মোংলা থানা পুলিশ বুধবার সকালে দস্যুদের আদালতে সোপর্দ করলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ দস্যুদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৮ উপপরিচালক আমজাদ হোসেন ও সৈয়দ উজ্জামান এই দস্যুদের মঙ্গলবার রাত ১০টায় মোংলা থানায় হস্তান্তর করে। পরে বড় ভাই বাহিনীর ১৮ সদস্যের নামে আমজাদ হোসেন এবং ভাই ভাই ও সুমন বাহিনীর ২০ সদস্যদের নামে সৈয়দ উজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।


এর আগে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় বরিশাল নগরের রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে এই তিন বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে।


দস্যুরা হলো, বড় ভাই বাহিনীর প্রধান মোঃ আব্দুল ওয়াহিদ মোল্লা (৪৯), সদস্য বাচ্চু শেখ (৩৫), মাহামুদ হাসান (২৩), মোঃ রফিকুল ইসলাম (৪২), ওলি ইজারাদার (৩১), গোলাম মাওলা (৫০), অলিয়ার শেখ (৫০), বরকত আলী শেখ (৫০), রেজাউল মোল্লা (৪৫), রিপন শেখ (৩১), খালিদ ইজারাদার (৪০), মিকাইল ইজারাদার (৩১), বায়েজিদ মোল্লা (৩৪), লিটন আলী ইজারাদার (৩১), মাজেদ ইজারাদার (৫০), এসএম মেহেদি হাসান মিলন (৩১), আব্দুল মজিদ ভাঙ্গী (৫৫), ইউনুস আলী (৩২)।


ভাই ভাই বাহিনীর প্রধান মোঃ ফারুক মোড়ল (৩০), সদস্য রেজাউল সানা (৫০), অনিমেষ বাড়ৈ (২৪), কুতুব উদ্দিন গাজী (৩০), ইমদাদুল হক (২৮), আলমগীর হাওলাদার (৩২), আলামিন হাওলাদার (৩০), হাবিবুর রহমান সিকদারসহ (৩২) আট সদস্য।


সুমন বাহিনীর প্রধান মোঃ জামাল শরিফ সুমন (৪২), কাইয়ুম জোমাদ্দার (২৯), আলামিন মৃধা (৪০), জামাল তালুকদার (৩৫), রাজা ফরাজি (২৫), আলামিন খাঁ (২৫), মোঃ রফিকুল (৪১), আকরাম হোসেন গাজী (৩১), জুয়েল রানা (৩০), আবুল কালাম শেখ (৬০), মিলন হাওলাদার (২২), ছমির তালুকদারসহ (৪৫) ১২ সদস্য।


মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, র‌্যাব-৮ আমাদের কাছে ৩৮ দস্যুকে হস্তান্তর করেছে। তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


দস্যুদের সাথে ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের ২ হাজার ৯৬৯ রাউন্ড গোলাবাররুদ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।


বাগেরহাট আদালতে নিযুক্ত পুলিশ পরিদর্শক (ওসি) কাজী দাউদ হোসেন জানান, মোংলা থানা থেকে দস্যুদের আদালতে প্রেরণ করলে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/ইমরুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com