শিরোনাম
যুবলীগ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৬
যুবলীগ নেতার বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগ করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।


মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।


লিখিত বক্তব্যে জহিরুল ইসলাম নান্টু বলেন, যুবলীগের আহবায়ক হওয়ার পর আব্দুল মান্নান জেলায় চাঁদাবাজি, অন্যের জমি দখল, নদী দখল ও ভূমি দখলসহ নানা অপকর্মে জড়িত।


তিনি আরো বলেন, আব্দুল মান্নান যে বাড়িতে বাস করছেন সেটি দিনমজুর ফয়জুর শেখের জায়গা। এসব অভিযোগে তিনি আরো কয়েক বার দল থেকে বহিষ্কার হয়েছেন বলেও নান্টু জানান।


লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করেন, ২০১৪ সালের নভেম্বরের ৩০ আব্দুল মান্নানকে আহবায়ক করে জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ৩ বছর পার হলেও জেলা যুবলীগের সম্মেলন দিয়ে নতুন কমিটি দিচ্ছেন না আব্দুল মান্নান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম, শেখ সফি উদ্দিন, কাজী আক্তার হোসেন, জিয়াউর বিন যাদু ও শেখ আসাদুজ্জামান লিটুসহ আরো অনেকে।


বিবার্তা/সেলিম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com