শিরোনাম
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:২১
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র জামিল আনছারি জুয়েল হত্যা মামলা মাহবুব আলম (৩৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন। মামলার ৩ আসামি মধ্যে গোলাম কিবরিয়াকে খালাস দেয়া হয়। অপর আসামি কবির মারা গেছেন।


২০১২ সালে ৩০ অক্টোবর নজরুল ইসলামের ছেলে কলেজছাত্র জামিল আনছারি জুয়েল গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের জমিতে গেলে প্রতিবেশি মাহবুব আলম ধান কাটার কাস্তে দিয়ে কুপিয়ে তাকে জখম করে। জুয়েলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম ওই বছরের ১৯ অক্টোবর মাহবুব আলমসহ ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তিন আসামির মধ্যে মাহবুব আলমকে আটক করে। ২০১৩ সালে ১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান মিঞা।


বিবার্তা/বিধান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com