শিরোনাম
বালিয়াকান্দিতে মীর মশাররফের জন্ম বার্ষিকী পালিত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ২০:৪০
বালিয়াকান্দিতে মীর মশাররফের জন্ম বার্ষিকী পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস বিসাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


দিবসটি পালন উপলক্ষে রবিবার বাংলা একাডেমী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।


দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সকালে কালজয়ী এ সাহিত্যিকের সমাধীতে বাংলা একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসন ড. সৈয়দা নওশীন পর্নিনী, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যার আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম পুষ্পমাল্য অর্পন করেন।


এরপর প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসন সৈয়দা ড. নওশীন পর্নিনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমীর সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক বিনয় কুমার চক্রবর্তী, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মীর মশাররফ হোসেন কলেজের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।


বিকেলে দ্বিতীয় পর্বের আলোচনা সভায় রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফকির আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।


তার জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম, বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম. আব্দুল আলিম প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিবার্তা/শিহাব/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com