শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, মা ও ৩ সন্তানের মৃত্যু
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ২২:০২
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, মা ও ৩ সন্তানের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ট্রানজিট ক্যাম্পে আগুনে দগ্ধ হয়ে এক রোহিঙ্গা পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।


নিহতরা হলেন মিয়ানমারের নাগরিক আব্দুর রহিমের স্ত্রী নুরবাহার (৩২) এবং তার ছেলে আমির শরীফ (৮), মেয়ে দিলবিবি (৫) ও দেড় বছর বয়সী আরজুমান। অগ্নিকাণ্ডের সময় কেবল তাঁবুর বাইরে থাকায় প্রাণে বেঁচে যান পরিবার কর্তা রহিম।


বিষয়টি নিশ্চিত করে শুক্রবার উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ভোরে অসাবধনতাবশত মোমবাতি থেকে রহিমের তাঁবুতে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন ওই চারজন। তাদের উদ্ধার করে কুতুপালং রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে তাদের মৃত্যু হয়।


মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, মিয়ানমারের গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে একটি ট্রানজিট ক্যাম্প খোলা আছে। সেখানে শুক্রবার ভোরে আশ্রয় নিয়েছিলো রহিমের পরিবার।


মৃতদের স্থানীয়ভাবে এদিন রাতেই দাফন করা হয়েছে বলে জানা যায়।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com