শিরোনাম
ধুনটে লেখক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৮, ২১:০৯
ধুনটে লেখক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের লেখক সম্মেলন অনুষ্ঠিত। শুক্রবার বেলা ১১টায় ধুনট উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে থামে। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ধুনট প্রেসক্লাব সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান আয়োজক অপরাজিত শিল্প-সাহিত্য পরিবারের সভাপতি নাহিদ হাসান রবিন। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সংস্কৃতিজন প্রকৌশলী আলী আহমেদ।


এইচ আলীম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এ.জি.এম বাদশাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট থানার ওসি মিজানুর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীন নাহার।


এসময় সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ্জামান পলাশ, সহ-সভাপতি সেলিনা সুলতানা লিখন, সাধন সম্পাদক লতিফ আদনান, উৎসব কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণসহ শতাধিক লেখক ও শিল্প-সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে লেখকরা ধুনটের যমুনা নদী ভ্রমণে যায়। ভ্রমণ শেষে বেলা দুইটায় কাজিপুরের হরিনাথপুর জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুল চত্বরে স্বরচিত কবিতা পাঠের আসর করেন। এসময় সেখানে কবিতা শোনার জন্য শতাধিক লোকের সমাগম ঘটে।


বিবার্তা/ফরহাদ/শান্ত/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com