শিরোনাম
অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শিশুর লাশ উদ্ধার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২৮
অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শিশুর লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় অপহরণের ছয়দিন পর ওবায়দুর চোকদার (১০) নামে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে মাদবরেরচর পুরাতন জাহাজঘাট এলাকার নদীর মধ্যে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশুটি গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের এক দোকান থেকে ফেরার পথে নিঁখোজ হয়।


ওবায়দুর উপজেলার মাদবরের চর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মারুফ (২০), ইমরান (১৮), মনির(১৭) ও রাকিব (২০) নামের চার বখাটেকে আটক করেছে পুলিশ।


শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় ওবায়দুলকে অপহরণের পর বুধবার সন্ধ্যায় একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণের ১০ লাখ টাকা দাবি করে। এরপর থেকেই ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।


পরে শুক্রবার শিবচর থানায় জিডি করা হলে পুলিশ কৌশলে মারুফ নামের যুবককে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করলে পুলিশ অন্যদের আটক করে।


পরে তাদের দেয়া তথ্যানুযায়ী মধ্যরাতে নদীতে মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে।


ওবায়দুরের মা জাহানারা বেগম বিলাপ করতে করতে বলেন, ১০ লাখ টাকা দাবি করে ওবায়দুরকে ফিরিয়ে দিতে। এরপর আর যোগাযোগ করেনি।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুত্বের সাথে বিষয়টি আমরা দেখছি।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com