শিরোনাম
লালমনিরহাট মহাসড়কের বেহাল দশা
বুড়িমারী স্থলবন্দরে বাণিজ্য ব্যাহতের শঙ্কা
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৩:১৬
বুড়িমারী স্থলবন্দরে বাণিজ্য ব্যাহতের শঙ্কা
আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের মহেন্দ্রনগর-বড়বাড়ী পর্যন্ত ৬ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা। ফলে সেখানে প্রতিদিনই পণ্যবোঝাই গাড়ি বিকল হয়ে বা উল্টে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের এ বেহাল দশার কারণে বুড়িমারী স্থলবন্দরে আর্ন্তজাতিক আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  

 

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, ১-১০ নভেম্বর পর্যন্ত ১৪ বার মহাসড়কটিতে ট্রাক বিকল এবং উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। এসব বিকল বা উল্টে যাওয়া পণ্যবোঝাই ট্রাক সরাতে না সরাতেই আবার দুর্ঘটনার শিকার হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পরিস্থিতি সামাল দিতে চিঠি দিয়ে অবগত করা হয়েছে।  

 

সরজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর থেকে বড়বাড়ী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার মহাসড়কের দুই ধারে আমদানি-রফতানি পণ্যবোঝাই কয়েকশ ট্রাক আটকা পড়েছে। মহেন্দ্রনগর-বড়বাড়ী মহাসড়কের ‘ইন্দিরারপাড়’ নামক স্থানে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই একটি ছয় চাকা ও একটি ১০ চাকার ট্রাক বুধবার রাতে বিকল হয়ে পড়ে। এ কারণে ওই মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

এ ধরণের ঘটনা প্রতিদিনই ঘটছে। মালামাল আনলোড গাড়ি উদ্ধার করার পর যানজট সরানো গেলেও স্থায়ীভাবে কোনো সমাধান না হওয়ায় ট্রাক চালকরা বুড়িমারী স্থলবন্দর অভিমুখে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন। এমন অবস্থায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে।  

 

ইন্দিরারপাড় নামকস্থানে বিকল হওয়া ট্রাকের চালক আব্দুস সামাদ ও আসলাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাড়া পাওয়া বড় কথা নয়। ভাড়ায় গিয়ে যদি আমার গাড়িই নষ্ট হয় তাহলে সে ভাড়া পেয়ে লাভ কি? এজন্য সিদ্ধান্ত নিয়েছি যতদিন বুড়িমারী স্থলবন্দর চলাচলের রাস্তা ভালো হবে না ততদিন এ রুটে গাড়ি চালাব না। এ বিষয়টি মালিককে বুঝিয়ে দিয়েছি।’

 

যানজটে আটকে থাকা অপর ট্রাক চালক মামুন মিয়া বলেন, ‘আমার ট্রাকে ৫০ লাখ টাকার পান আছে । এগুলো পাটগ্রাম যাবে। প্রায় ১২ ঘন্টা ধরে আটকা আছি। জানি না কখন রাস্তা ঠিক হবে। ভেতরে পানগুলো নষ্ট হচ্ছে কি না কে জানে। এভাবে কি গাড়ি চালানো যায়?’    

 

বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, শামীম হোসেন ও আমদানি কারক ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, গত দুইবছর ধরে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ১০৬ কিলোমিটার রাস্তা সংষ্কারের কাজ চলছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের একটি ব্যস্ততম মহাসড়ক সংস্কার করতে যদি এত সময় প্রয়োজন হয় তাহলে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবেই মুখ থুবড়ে পড়ার কথা। বুড়িমারী স্থলবন্দরে সেটাই ঘটেছে। মহেন্দ্রনগর-বড়বাড়ী পর্যন্ত মহাসড়ক খারাপের জন্য চালক ও ট্রাক মালিকদের অনিহার কারণে পণ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ট্রাক পাওয়া যাচ্ছে না। সে কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। এতে সরকারের রাজস্ব আয়ও কমছে।

 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিজভী আহম্মেদ বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট-বড়বাড়ী পর্যন্ত মহাসড়কটি খুবই খারাপ ছিল। প্রথম দফার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় দফার কাজ শেষ পর্যায়ে আছে। তৃতীয় দফার অংশটুকুতে মহাসড়কের অবস্থা খুবই খারাপ। এ কারণে আমদানি-রফতানি বাণিজ্য কিছুটা কমেছে।’

 

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ী সায়েদুজ্জামান সাঈদ বলেন, মহাসড়কটির বেহাল দশার কারণে ট্রাক চালকরা আসতে চাচ্ছে না। এ কারণে অতিরিক্ত গাড়ী ভাড়া দিয়ে পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। অতিরিক্ত ভাড়া এবং পণ্য স্বাভাবিকভাবে সরবরাহ করতে না পারায় ব্যবসায় লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। এজন্য আমদানি-রফতানি কারক ব্যবসায়ীরা বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাণিজ্য করতে আগ্রহ হারাচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।

 

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান মহাসড়কের বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি নতুন এসেছি। আগে কি হয়েছে তা আমার জানা নেই। তবে যথা সময়ের অনেক পরে অর্থবরাদ্দ পাওয়ায় মহাসড়কের সংষ্কার কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছিল। তাছাড়া বর্ষা মৌসুমও একটা সমস্যা ছিল। দ্বিতীয় দফার কাজ শেষ পর্যায়ে আছে। তৃতীয় দফা কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল। পূর্বের দরপত্রের কিছু ত্রুটির জন্য আবার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আশা করছি ৫-৬ মাসের মধ্যে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ সম্পন্ন হবে।’

 

এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, ‘ভারী যান চলাচল বন্ধে লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদফতর থেকে একটি চিঠি পাওয়া গেছে। মহাসড়ক সংষ্কারের কাজ শেষ করা হলে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

বিবার্তা/সাজু /নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com