শিরোনাম
মুক্তির সুবাতাস পেয়েছিলো চিতলমারী
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১০:২৩
মুক্তির সুবাতাস পেয়েছিলো চিতলমারী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ১৪ ডিসেম্বর। কুড়িগ্রামের চিলমারী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর পুরো দখলে চলে আসে চিলমারী। দিনটি উপলক্ষ্যে চিলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


১১নং কোম্পানী কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল কাশেম চাঁদের নেতৃত্বে এক বিশাল মুক্তি বাহিনী চিলমারী থানা আক্রমণ করেন। তীব্র প্রতিরোধের মুখে ৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১৫ জন পাকহানাদার বাহিনী নিহত হয়।


মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াইয়ে ১৪ ডিসেম্বর বিকেলে ১৫০ জন পাকহানাদার বাহিনী ট্রেন যোগে চিলমারী ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চিলমারী বাসী আজকের দিনে শত্রু মুক্ত হয়ে বিজয় উল্লাস করতে থাকে। একই দিনে রাজারভিটা, থানাহাট ও বালাবাড়ীহাট মুক্ত হয়।


বিবার্তা/সৌরভ/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com