শিরোনাম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১০:১৪
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
ফাইল ছবি।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।


নোঙর করা ১০ টি ফেরি হুইসেল বাজিয়ে মাঝ পদ্মা থেকে চলাচল শুরু করেছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় ৪ শতাধিক গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কুয়াশার কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ২ ঘণ্টা পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।


বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ২ ঘন্টা বন্ধ থাকার পর বর্তমানে ১৬টি ফেরি নৌ-রুটে চলাচল শুরু করেছে।


এর আগে ঘন কুয়াশায় ফেরিগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ফেরি চলাচল বন্ধ থাকে। ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার এবং বাসের সংখ্যাই বেশি।


বিবার্তা/মুন্না/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com