শিরোনাম
ভগ্ন বেইলি ব্রীজ পরিদর্শনে ঠাকুরগাঁওয়ের ডিসি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:৩৩
ভগ্ন বেইলি ব্রীজ পরিদর্শনে ঠাকুরগাঁওয়ের ডিসি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ঠিকাদার রাম বাবুর ভাটায় দশ চাকার ট্রাকে কয়লা বোঝাই করে ভাটায় নেবার সময় সদর উপজেলার সেনুয়া বেইলি ব্রীজটি ভেঙ্গে পড়ে। ব্রীজটি উপজেলার ৫ ইউনিয়নের যাতায়াতের একমাত্র পথ।


এতে উক্ত ইউনিয়নের মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। জনদূর্ভোগ লাঘবে সালন্দর ইউপি চেয়ারম্যান দ্রুত একটি সাঁকো তৈরী করে দিলেও অতিরিক্ত জনগণের চাপে তা স্থায়ী হতে পারেনি।


অবশেষে মঙ্গলবার বিকেলে ভেঙ্গে যাওয়া বেইলি ব্রীজ পরিদর্শন করে ব্রীজটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন, সদর ইউএনও আসলাম মোল্লা, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল প্রমুখ।


ইউপি চেয়ারম্যান মুকুল জানান, এবার মজবুত আকারে বিকল্প রাস্তা তৈরী করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই ব্রীজটি মেরামতে পদক্ষেপ নেবে এলজিইডি।


উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাতে কয়লা বোঝাই একটি দশ চাকার ট্রাক সেনুয়া বেইলি ব্রীজ অতিক্রমকালে তা ভেঙ্গে পড়ে। এতে ব্রীজের উপরে থাকা এক পথচারী আহত হন।


বিবার্তা/ওরিন/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com