শিরোনাম
সরকা‌রের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে নাগ‌রিক সমা‌বেশ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:১২
সরকা‌রের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে নাগ‌রিক সমা‌বেশ
‌বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকা‌রের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগ‌ণের কা‌ছে তু‌লে ধর‌তে নাগ‌রিক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌লে য‌শো‌র জেলার ঝিকরগাছা উপ‌জেলার গঙ্গানন্দপুরে এ সমাবেশ অনু‌ষ্ঠিত হয়।


সমা‌বে‌শে বাংলা‌দেশ আওয়ামী যুবলী‌গ কেন্দ্রীয় কমিটির কৃ‌ষি বিষয়ক সম্পাদক আনোয়ার হো‌সেন ব‌লেন, দে‌শের উন্নয়‌নের ধারাবা‌হিকতা বজায় রাখ‌তে শেখ হা‌সিনার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে ঘোষণা করে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব উন্নয়নমূলক কাজ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। দেশ এগি‌য়ে নি‌তে আগামী নির্বাচ‌নে আবা‌রো আওয়ামী লীগ‌কে নির্বা‌চিত কর‌তে হ‌বে।


‌তি‌নি আরো ব‌লেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশ এগিয়ে গি‌য়ে‌ছে। দে‌শের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘ‌টে‌ছে। দে‌শের প্রতিটি সেক্টর উন্নয়‌নের চূড়ায় উঠ‌তে পে‌রে‌ছে। বর্তমা‌নে শেখ হা‌সিনা সরকা‌রের কল্যা‌ণেই আমা‌দের সন্তা‌নেরা বছ‌রের শুরু‌তে নতুন বই‌ হা‌তে পা‌চ্ছে, মানু‌ষের ঘ‌রে ঘ‌রে বিদ্যুৎ পৌ‌ছে যা‌চ্ছে, দ‌ক্ষিণাঞ্চ‌লের মানু‌ষের স্বপ্নের পদ্মা সেতু আজ প্রায় দৃশ্যমান।


‌বিএন‌পির সমা‌লোচনা ক‌রে যুবলী‌গের এ নেতা ব‌লেন, বিএন‌পিও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা দেশ‌কে মঙ্গলজনক কিছুই দি‌তে পা‌রে‌নি। তারা দে‌শের জন্য ব‌য়ে এনেছিল সীমাহীন লজ্জা। পরপর তিন বার শীর্ষ দু‌র্নী‌তিগ্রস্থ দে‌শের তকমা পেয়েছিল বাংলাদেশ। দে‌শে জ‌ঙ্গিবা‌দের উত্থান ঘ‌টে‌ছিল। মানুষ ওই দুঃশাস‌নে ফি‌রে যে‌তে চায় না।


এদিন নাগ‌রিক সমা‌বে‌শে গঙ্গানন্দপুর ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন শ্রেণী‌-পেশার মানুষসহ আ‌শেপা‌শের বি‌ভিন্ন এলাকার মানু‌ষের ব্যাপক জনসমাগম হয়।


বিবার্তা/ওরিন/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com