শিরোনাম
সুগন্ধা কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল
মাদকমুক্ত সমাজ গঠনের আহবান খাদ্যমন্ত্রীর
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৯
মাদকমুক্ত সমাজ গঠনের আহবান খাদ্যমন্ত্রীর
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে মাদক বিরোধী সুগন্ধা কাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সুগন্ধা হাউজিং মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় রেঞ্জার্স ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ওদিকে রানারআর্প হয় জে এম স্পোর্টিং ক্লাব।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে সব সময় চাঙ্গা রাখে, তাই খেলাধুলায় থাকলে মানুষ মাদক সেবন থেকে দূরে থাকবে, এজন্য দেশে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। সরকার খেলোয়াড়দের সব সময় সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন বলেও জানান মন্ত্রী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী পলাশ, সুগন্ধা হাউজিং এর চেয়ারম্যান আলম চাঁন, টাইগার্স ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম জিতুসহ আরো অনেকে।


গত দুই মাস আগে টাইর্গাস ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছিলো। খেলায় ১২টি দল অংশগ্রহন করে। খেলাটি দেখার জন্য এদিন কয়েক হাজার দর্শক সমাগম হয়।


বিবার্তা/শরীফুল/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com