শিরোনাম
মেঘনায় মাঝ রাতে দুই লঞ্চের সংঘর্ষ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১০:১৫
মেঘনায় মাঝ রাতে দুই লঞ্চের সংঘর্ষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মতলবে মোহনপুর এলাকায় সুন্দরবন ১১-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের। ভয়ে কিছু যাত্রী নদীতে ঝাঁপ দিলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি। শুধু স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।


বরিশালগামী সুন্দরবন-১১ লঞ্চের যাত্রী আমিনুল ইসলাম শাহিন জানান, বৃহত্তর মেঘনার মাঝ নদীতে দুটো লঞ্চের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়।


তিনি জানান, ধাক্কার পর স্বর্ণদীপ লঞ্চটি ছোট হওয়ায় অনেকটা সেটার উপরে উঠে যায় সুন্দরবন-১১ লঞ্চটি। পরে সুন্দরবন-১১ নিজেই পেছন দিকে যায় এবং স্বর্ণদীপ লঞ্চটিকে অপর একটি লঞ্চের সহায়তায় পেছনে নেয়া হয়। এর কিছুসময় পরে সবকিছু পরীক্ষা করে সুন্দরবন-১১ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিলেও অপর লঞ্চটি ঘটনাস্থলে অপেক্ষমাণ ছিল।


খবর পেয়ে চাঁদপুরগামী মিতালী-৪ লঞ্চ ঘটনাস্থলে হাজির হয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়। এরপর উভয় লঞ্চ নিজ গন্তব্যপথে যাত্রা করে।


সুন্দরবন ১১ লঞ্চের এক যাত্রী বলেন, কুয়াশার কারণে লঞ্চ দুটি মুখোমুখি ধাক্কা লাগে। স্বর্ণদীপ লঞ্চের মাথা সুন্দরবন ১১ এর নিচে ঢুকে যায়।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com