শিরোনাম
কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবসে কম্বল বিতরণ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ২০:২৬
কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবসে কম্বল বিতরণ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০০ দুস্থ-অসহায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণসহ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়।


র‌্যালিতে মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।পরে উপজেলা পরিষদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডিএম এরশাদুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোরাদ হোসেন।


এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমতারা, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিয়াকৈর পৌর শাখার সভাপতি ওসমান আলী, সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন, কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সানোয়ার জাহান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও আজিজ প্রমূখ বক্তব্য প্রদান করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কমিটির যুগ্ম সম্পাদক এ্যাড. ফজলুল হক, এ্যাড. বেলায়েত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর শাখার যুগ্ম সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশনা সম্পাদক আসাদ উজ্জামান (খোকন), সহ-দফতর সম্পাদক মহসিন মোল্লা, মনির হোসেন মাষ্টার, মো.সোহেল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/তুহিন/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com