শিরোনাম
কলাপাড়ায় অসময় বর্ষণে দিশেহারা কৃষক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭
কলাপাড়ায় অসময় বর্ষণে দিশেহারা কৃষক
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষেতের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় শঙ্কায় দিশেহারা এ উপজেলার কৃষককূল।


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানিতে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে থেমে বৃষ্টির সাথে হালকা দমকা হাওয়ার চলমান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে গোটা উপকূলজুড়ে কৃষকদের ক্ষেতের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজি ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। অসময়ের এমন বৈরী আবহাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।


কৃষক নূর উদ্দিন হাওলাদার জানান, ক্ষেতের সব ধান পেকে গেছে। বৃষ্টির কারণে কাটা যাচ্ছেনা। বিশেষ করে ক্ষেতে পানি জমে গেছে। এছাড়া বৃষ্টির ফোটা পড়ে অধিকাংশ জমির ফসল মাটির নুয়ে গেছে। এর ফলে ওইসব ধান চিটা হয়ে যেতে পারে।


অপর এক কৃষক বিধান কুলু জানান, ধানের সাথে খেসারি ডালের চাষ হয়। এ ডাল চাষ ছাড়াই ধান ক্ষেতে বুনে দেয়। বৃষ্টি পানিতে খেসারি ডালের গাছ গুলো ডুবে গেছে। ডাল না পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তিন দিনের বৃষ্টিতে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের জানান, বৃষ্টি থাকলে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে।


বিবার্তা/উত্তম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com