শিরোনাম
কুস্টিয়ায় মিরপুর মুক্ত দিবস পালন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ১২:১২
কুস্টিয়ায় মিরপুর মুক্ত দিবস পালন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র নেতৃত্বে মুক্ত দিবসের র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, পৌর মেয়র হাজী এনামুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, নজরুল করিম, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।


হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে এদিন উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও বাসগৃহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


বিবার্তা/শরীফুল /শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com