শিরোনাম
আমন চাল সংগ্রহ অভিযান শুরু
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮
আমন চাল সংগ্রহ অভিযান শুরু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোর জেলায় প্রথম গুরুদাসপুরে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ অভিযান ২০১৭-২০১৮,এর শুভ উদ্বোধন করা হয়েছে।


উপজেলা চত্বরের খাদ্য গুদামে শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।


তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে চাল সংগ্রহ অভিযান শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দুলাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ সামছুল হক শেখ প্রমুখ।


উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, চলতি রোপা আমন মৌসুমে ৬০১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা।


তিনি বলেন, চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু করে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার ১শ’ ৮৫জন মিলারের মধ্যে চুক্তিবদ্ধ ২৪ জন এ চাল দিতে পারবেন।


বিবার্তা/ডিএমদিলু/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com