শিরোনাম
উখিয়ায় ড্রোনসহ ৪ তুর্কি নাগরিক আটক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৪১
উখিয়ায় ড্রোনসহ ৪ তুর্কি নাগরিক আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উখিয়ায় ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। পরে তাদেরকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।


বুধবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করা হয়।


উখিয়া থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ড্রোন উড়িয়ে চিত্র ধারণ করার সময় জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তুরস্কের ৪ নাগরিককে আটক করা হয়। ড্রোন বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছে। ধৃত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষে স্বদেশে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে।


তিনি বলেন, তারা বৈধ ভিসা নিয়ে জাসাস নামে একটি এনজিও’র প্রতিনিধিত্ব করছে। তাদের সাথে ছিলেন, বাংলাদেশি কো-অর্ডিনেটর এলজিআরডি মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ড. নুরুল হক। পুলিশ আটককৃতদের পরিচয় জানাতে সম্মত হননি।


উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিকদের আটক করেছে ডিজিএফআই। বাংলাদেশের প্রচলিত আইনে এটি যে শাস্তিযোগ্য অপরাধ সে বিষয়ে তারা জানে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ধরণের ভুল আর হবে না বলে ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।


বিবার্তা/আজাদ/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com