শিরোনাম
কুমিল্লায় ভিডিও পাইরেসির অভিযোগে আটক ১৯
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:৫৪
কুমিল্লায় ভিডিও পাইরেসির অভিযোগে আটক ১৯
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা নগরীর টাউনহল সুপার মার্কেটে অভিযান চালিয়ে ভিডিও পাইরেসি ও পর্ণো ছবি বিক্রির অভিযোগে ১৯ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১। এসময় কয়েকটি কম্পিউটার পিসিও জব্দ করা হয়েছে।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় থেকে ঘন্টাব্যাপী র‌্যাব সদস্যরা অ্যান্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আরিফুর রহমান।


তিনি জানান, চলচ্চিত্র শিল্পকে পাইরেসির হাত থেকে উদ্ধারের নিমিত্তে আমরা এন্টি পাইরেসির এ অভিযান পরিচালনা করি। পাইরেসিতে জড়িত থাকায় ১৯ জনকে প্রমাণ সাপেক্ষে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পর্ণো ছবি সরবরাহের কাজেও জড়িত ছিলেন। এসব কাজে ব্যবহৃত পিসিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/বারী/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com