শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭ টিউবওয়েল উধাও
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪৭
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭ টিউবওয়েল উধাও
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাপমারাঝিরি শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭টি টিউবওয়েল উধাও হয়ে গেছে।


গত দুই দিনে এসব টিউবওয়েল দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন ক্যাম্প পাহারায় নিয়োজিত সদস্যরা। এ ঘটনার পর স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে তোলপাড়া শুরু হয়েছে।
জানা গেছে, মাস খানেক আগে রোহিঙ্গাদের সুপেয় পানি সমস্যার সমাধানে সমাজের বিত্তশালীদের পক্ষ থেকে সাপমারাঝিরি পাহাড়ের কিনারায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়েছিল।


মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলার সাপমারাঝিরি ওই ক্যাম্প থেকে আনুমানিক ৫শ রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে নির্ধারিত দিনক্ষণ বাতিল হয়। প্রশাসনের ব্যস্থতার এ সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা টিউবওয়েলগুলো চুরি করে নিয়ে যায়।


সদর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড মেম্বার হাসান আলী জানান, সাপমারাঝিরি থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার খবর পেয়ে দুষ্কৃতিকারীরা এ ধরনের কাজ করেছে।


এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম সরওয়ার কামাল বলেন, টিউবওয়েল চুরির বিষয়টি কেউ আমাকে জানায়নি। ঘটনা সত্য হয়ে থাকলে তা খুবই দুঃখজনক।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com