শিরোনাম
বান্দরবানে নাটাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৭
বান্দরবানে নাটাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“আসুন যক্ষামুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকালে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটাব’র সভাপতি সিং ইয়ং স্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সিভিল সার্জন অং শৈ প্রু।


এসময় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. অংচালু, মানবাধিকার কমিশনের সভানেত্রী নীলিমা আক্তার নীলা, সাংষ্কৃতিক ব্যক্তিক্ত মোমেন চৌধুরীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।


সভায় বক্তারা বলেন, যক্ষা হলে রক্ষা নেই এটি একটি বহুল প্রচলিত কথা হলেও এ কথার এখন কোন সত্যতা নেই। বর্তমানে যক্ষা হলেও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ সহজেই নির্মূল হয় বলে জানান বক্তারা। এসময় বক্তারা উপস্থিত সকলকে এ বিষয়টি প্রচারের জন্য অনুরোধ করেন।


বিবার্তা/নয়ন/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com