শিরোনাম
ময়মনসিংহে শিশু হত্যা, ৩ জনের প্রাণদণ্ড
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৩২
ময়মনসিংহে শিশু হত্যা, ৩ জনের প্রাণদণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের তারাকান্দায় ১৩ বছর বয়সী ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করার দায়ে ৩ জনকে প্রাণদণ্ড দিয়েছেন আদালত। মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে ময়মনসিংহে ৬ বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।


মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।


দণ্ডিতরা হলেন- তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের আকবর আলী (৪০), আকরাম হোসেন (৩৫) ও বাড়ৈইপাড়া গ্রামের তানভীর হাসান আনিছ (৩২)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার সঞ্জু।


মামলার বিবরণ থেকে জানা যায়, একটি মোবাইল ফোন বিক্রি করাকে কেন্দ্র করে লাউটিয়া গ্রামের খোকন পণ্ডিতের ১৩ বছর বয়সী ছেলে সুজন ওরফে চেতন পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে স্থানীয় একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রাখে। ঘটনার পরদিন সুজনের বাবা তিনজনকে আসামি করে থানায় এই হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালে ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচারকাজ শুরু হয়।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com