শিরোনাম
ত্রিশালে আনন্দ শোভাযাত্রা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:২১
ত্রিশালে আনন্দ শোভাযাত্রা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, চলচ্চিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এই অসামান্য অর্জনকে সারাদেশে একই দিনে 'আনন্দ শোভাযাত্রা'র মাধ্যমে উদযাপন উপলক্ষে শনিবার ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।


এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান প্রমুখ।


উপজেলা পরিষদের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, ত্রিশাল প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, সকল স্কুল প্রতিষ্ঠান ও সকল শ্রেণী পেশার মানুষসহ প্রায় পাঁচ হাজার জনতা।


পরে উপজেলা হলরুমে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রদর্শন ও পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিবার্তা/নোমান/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com